বাংলাদেশের সেরা পাঁচটি দ্রুতগামী বাস

ভূমিকাঃ

প্রিয় পাঠক, স্বাগতম আপনাকে আমাদের আরেকটি পোস্টে। বরাবর এর মতো আমি জাহিদ হাসান রাফসান আজকেও চলে এসেছি বাংলাদেশের সেরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে। বাংলাদেশের জনবহুল একটি দেশ যেখানে দেশের আয়রনের তুলনায় অনেক বেশি পরিমান লোক বসবাস করে।

যে কারনে তাদের বাসস্থান, খাবার ও পরিবহন নিয়ে বেশ ঝামেলা হয়ে থাকে। পরিবহন এর মাঝে সবচেয়ে ব্যবহৃত ও জনপ্রিয় হলো বাস পরিবহন। বাস এর মাঝেও অনেক পার্থক্য রয়েছে। বাংলাদেশে এমনও  কিছু বাস আছে যে গুলো প্রতি বাসার সামনে সামনে গিয়ে দাঁড়িয়ে  পড়ে।

আরো পড়ুনঃ বাংলাদেশের সেরা পাঁচটি গার্মেন্টস

আবার কিছু বাস আছে তারা যদি একটি যাত্রীও না থাকে তারপরেও তারা সঠিক সময়ে গাড়ি ছেড়ে দিবে আর কোথাও দাঁড় করাবেও না। আজকে আমরা বাংলাদেশের সকল বাস এর মাঝে সেরা পাঁচটি দ্রুতগামী বাস নিয়ে কথা বলবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে মুল পোস্ট এর মাঝে চলে যাওয়া যাক। 

বাংলাদেশের সেরা পাঁচটি দ্রুতগামী বাসের তালিকাঃ
  • হানিফ এন্টারপ্রাইজ
  • এনা পরিবহন
  • শ্যামলী পরিবহন
  • সাকুরা পরিবহন
  • সোহাগ পরিবহন
বাংলাদেশের সেরা পাঁচটি দ্রুতগামী বাস এর বিস্তারিতঃ

হানিফ এন্টারপ্রাইজঃ

বাংলাদেশের সবচেয়ে দক্ষ ড্রাইভার দ্বারা হানিফ এন্টারপ্রাইজ তাদের সেবা প্রদান করে থাকে। যে কারনে এক কথা বলা যায় বাংলাদেশের সবচেয়ে দ্রুতগামী গাড়িদের মাঝে সবচেয়ে এগিয়ে আছে হানিফ এন্টারপ্রাইজ। এই গাড়িটি বেশ তাড়াতাড়ি চলতে পারে।

আপনি যদি ঢাকা থেকে দুরে কোথাও ভ্রমন করতে চান আর চান যে সেখানে আপনাকে বেশ তাড়াতাড়ি নিয়ে যাক তাহলে আপনি হানিফ এন্টারপ্রাইজ এর একটি টিকেট ক্রয় করে নিবেন। দেখবেন বাসটি আপনাকে বাতাসের বেগে নিয়ে পৌছেঁ দিবে।

বাংলাদেশের মাঝে হাতে গোনা কিছু বাস কোম্পানি আছে যারা ভাল সেবা দিয়ে থাকে। যে কারনে সেই বাস গুলো ‍চাহিদা বেশ ভাল হয়ে থাকে। বাংলাদেশেও তাদের বাস গুলো বেশ ভাল চাহিদা রয়েছে। যে বাস গুলো প্রতিনিয়ত ভাল পরিমান সেবা দিয়ে যাচ্ছে।

বাংলাদেশের রাস্তা গুলো গাড়ি দ্রুত চালাতে গেলে বেশ অনেক অসুবিধার মাঝে পড়তে হয়। যে কারনে বাংলাদেশের বেশির ভাগ গাড়ি ধীরে ধীরে চলে থাকে। এই কারনে বাংলাদেশের এই গাড়ি গুলো অনেক চিন্তা করে পড়ে চালিয়ে থাকে।

এনা পরিবহনঃ

বাংলাদেশের বেশির ভাগ বাস সেবা খুবই বাজে হয়ে থাকে। আর ড্রাইভার গুলোও বেশ অদক্ষ হয়ে থাকে। তবে কিছু গাড়ি আছে যে গুলো তাদের সার্ভিস বেশ ভালো দিয়ে থাকে। তাদের মাঝে অন্যতম আরেকটি গাড়ি হলো এনা পরিবহন।

এনা পরিবহন বাসটিও বেশ দক্ষ ও বেপরোয়া ড্রাইভার নিয়োগ দিয়ে থাকে। যে কারনে তারা সহজেই ভালো ও দ্রুত গাড়ি পৌছেঁ দিতে পারে। যে কারনে আপনি যদি কোন দ্রুতগামী বাস সম্পর্কে জানতে চান তাহলে সেখানে অবশ্যই এনা পরিবহন এর নাম চলে আসবে।

ঢাকা ময়মনসিংহ রুটে থাকা একমাত্র গাড়ি হিসেবে এই ‍গাড়িটির বেশ চাহিদা রয়েছে। মোটামোটি ভাল পরিমান গতিতে এই গাড়িটি চলাচল করে থাকে। ময়মনসিংহ রুটে অন্য কোন গাড়ি এত দ্রুত চলে না। বাকি গাড়ি গুলো ধীরে ধীরে সাভিস দিয়ে থাকে।

যেখানে অন্য গাড়ি গুলো এত বাজে সাভিস দিয়ে থাকে সেখানে তাদের সেবার কোন তুলনা হয় না। অনেক বুঝে শুনে তারপরে তাদের গাড়ি গুলো চলাচল করে থাকে। যে কারনে তাদের গাড়ি গুলোর তুলনা হয় না বললেও চলে। মোটামোটি সেবার দিক থেকে তাদের গাড়ি গুলো বেশ এগিয়ে থাকে।

শ্যামলী পরিবহনঃ

বাংলাদেশের রাস্তায় বেশ দ্রুত চলে এমন আরেকটি গাড়ির নাম হলো শ্যামলী পরিবহন। শ্যামলী পরিবহন বেশ দ্রুত চলতে পারে। তাদের ড্রাইভার গুলো বেশ দক্ষ হবার কারনে তারাও বেশ তাড়াতাড়ি তাদের কাঙ্খিত স্থানে পৌছেঁ দিতে পারে।

যে কারনে তারা যে স্থানে যেতে চায় বেশ তাড়াতাড়ি সেখানে চলে যেতে পারে। বাংলাদেশের দ্রতগামী বাস এর তালিকাতে শ্যামলী পরিবহন তিন নাম্বারে রয়েছে। তাদের সেবার জন্য তারা বেশ পরিচিত । বাংলাদেশের গাড়ি গুলোর মাঝে শ্যামলী পরিবহন অন্যতম।

বাংলাদেশের অল্প সময়ের মাঝে জনপ্রিয়তা পাওয়া একটি অন্যতম জনপ্রিয় গাড়ি হলো শ্যামলী বাংলা। যার মাধ্যমে মোটামোটি তাড়াতাড়ি গাড়ি গুলো তাদের লোকেশনে তাড়াতাড়ি পৌছে যায়। যে কারনে তাদের মোটামোটি ভালই চাহিদা থেকে থাকে।

সাকুরা পরিবহনঃ

বাংলাদেশের মাঝে আরেকটি জনপ্রিয় বাস হলো সাকুরা পরিবহন। বাংলাদেশের সেরা বাস গুলোর তালিকাতে সাকুরা পরিবহন রয়েছে চার নাম্বারে। বাংলাদেশের মাঝে যতগুলো বাস রয়েছে ‍তাদের মাঝে সব গুলোর মোটামোটি সেবা প্রদান করে থাকে।

সাকুরা পরিবহন মুলত ঢাকা থেকে বরিশাল যাত্রীবহন করে থাকে। বাংলাদেশের মাঝে এই সাকুরা পরিবহন বেশ পরিচিত একটি গাড়ি। মোটামোটি সারাদেশেই তাদের সেবা রয়েছে। অন্যান্য সকল সেরা বাসদের মতো সাকুরা পরিবহনও বেশ দক্ষ ড্রাইভার নিয়োগ দিয়ে থাকে।

বাংলাদেশের মাঝে রুটে চলা দ্রুত গামী বাস গুলোর মাঝে অন্যতম একটি গাড়ি হলো সাকুরা পরিবহন। বাংলাদেশের মাঝে তাদের বেশ চাহিদা রয়েছে। যে কারনে বাংলাদেশের সেরা বাস গুলো অন্য রকম দ্রুত চলে থাকে। একারনে তাদের এই বাস গুলো ‍নানা সুবিধা রয়েছে।

আপনি যদি দ্রতগামী বাস গুলো সম্পকে জানতে চান তাহলে সেই তালিকাতে বেশ এগিয়ে আছে সাকুরা পরিবহন। সাকুরা পরিবহন দ্রুত তাদের লক্ষ্য করা লোকেশনে পোছে যেতে পারে। যে কারনে তাদের অন্য রকম চাহিদা আছে সেটা বলা যায়।

সোহাগ পরিবহনঃ

বাংলাদেশের সেরা বাস গুলো মাঝে অন্যতম একটি বাস হলো সোহাগ পরিবহন। সোহাগ পরিবহন বাংলাদেশের সেরা বাস গুলোর তালিকাতে ৫ম নাম্বারে রয়েছে। তাদের দ্রুতগামী সেবার জন্য তাদের বেশ সুনাম রয়েছে।

বাংলাদেশের অন্যতম বাস হিসেবে সোহাগ পরিবহন বেশ দ্রুতগামী একটি বাসের নাম। এই বাসটি কক্সবাজার রাঙামাটি সহ অন্য সকল বেশ কিছু স্থানে আপনাকে বেশ তাড়াতাড়ি পৌছেঁ দিবে। বিশেষ করে এই গাড়ির ড্রাইভার গুলো ওভারটেক সহ্য করতে পারে না। 

বাংলাদেশের আরেকটি নামকরা গাড়ি হলো সোহাগ পরিবহন। তাদের গাড়ি গুলো বাংলাদেশের মাঝে দ্রুত চলতে পারে। যে কারনে তাদের গাড়ি গুলোর অন্য রকম চাহিদা রয়েছে। তাদের গাড়ি গুলো প্রতিনিয়ত ভ‍াল অবস্থানে যেতে পারে।

আরো ‍নানা দিক বিবেচনা করে বাংলাদেশের সেরা গাড়ি গুলো তালিকাতে বেশ এগিয়ে থাকে গাড়ি বলা হয়ে থাকে সোহাগ পরিবহনকে। বাংলাদেশের মাঝে তাদের বাস গুলো সব সময় সেরা সেরা সেবা দিয়ে থাকে। আস্তে আস্তে তাদের এই গাড়ি গুলো বেশ জনপ্রিয় হয়ে আছে এখনও।

শেষ কথাঃ 

অন্য সকল বিষয় এর মতো বাস এর ক্ষেত্রে  বাংলাদেশের বেশ সমস্যা রয়েছে।  যে কারনে কেউ যখন দুরে কোথাও যেতে চা তখন তারা আগেই জানতে চায় দেশের সেরা বাস গুলো সম্পর্কে৷ যাতে করে তারা যখন ভ্রমণ এর মাঝে বা দরকারে বের হবে তখন যাতে বাসটি সমস্যা না করে। আজকের এই পোস্ট এর মাঝে আমরা সেই বিষয় গুলো নিয়ে বিস্তারিত কথা বললাম।

Bd BUS

বাংলাদেশের মাটিতে চলা গাড়ি গুলোর মাঝে এই গাড়ি গুলো সবচেয়ে বেশি জনপ্রিয় গাড়ি হিসেবে বেশ পরিচিত। বাংলাদেশের মাঝে এই গাড়ি গুলো চাহিদা ছিলো ও এখনও সেই চাহিদা থাকবে। আশা করি আজকের এই গাড়ি গুলো সম্পকে জেনে আপনার বেশ ভাল লেগেছে।

আশা করি আপনারা এই সকল পোস্ট গুলো বেশ উপভোগ করেছেন৷ আর আপনার বেশ উপকারেও আসবে বলে আমি মনে করি। ধন্যবাদ প্রিয় পাঠক এই পোস্টটি শেষ পযন্ত পড়ার জন্য।  দেখা হবে কথা হবে অন্য কোন পোস্টের অক্ষরে। সেই পযন্ত ভাল থাকেন সুস্থ থাকেন সেই কামনা রইলো।  খোদা হাফেজ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *