বাংলাদেশের সেরা পাঁচটি ভর্তি কোচিং
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আশা করি আপনারা সকলেই বেশ ভাল আছেন। আমি জাহিদ হাসান রাফসান আজকেও চলে এসেছি বাংলাদেশের আরেকটি সেরা বিষয় নিয়ে কথা বলতে। অন্য সকল পোস্ট এর মতো আজকের পোস্টটিও আপনারা বেশ উপভোগ করবেন।
বন্ধুরা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান এর মান ও পাঠদানের পরিবেশ তো জানেন। বাংলাদেশের মাঝে লাখো অনার্স পড়ুয়া ছেলে মেয়ে থাকলেও যারা ভাল একটি পাবলিক বা পাইভেট বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। যে কারনে সীট এর তুলনায় চাহিদা হাজার গুন বেশি থাকে।
আরো পড়ুনঃ বাংলাদেশের সেরা ৫টি মেডিকেল কলেজ
যে কারনে হাজারো ছেলে মেয়েকে পিছনে ফেলে একটি সীট পেতে সবাই কঠোরভাবে লেখাপড়ার পাশাপাশি একটি ভর্তি কোচিং-এ পড়ে থাকে। যাই হোক যাদের পরিবারের কেউ আগে সেখানে কখনও লেখাপড়া করছে না, তারা কোন কোচিং এ ভর্তি হবে সেটা বুঝতে পারে না।
বাংলাদেশের সেরা ৫টি ভর্তি কোচিংঃ
- ইউসিসি কোচিং সেন্টার
- ফোকাস কোচিং সেন্টার
- সাইফুরস কোচিং সেন্টার
- ইউনিএইড কোচিং সেন্টার
- স্কলার্স কোচিং সেন্টার
বাংলাদেশের সেরা ৫টি ভর্তি কোচিং বিস্তারিতঃ
ইউসিসি কোচিং সেন্টারঃ
বাংলাদেশের সেরা কোচিং গুলোর মাঝে অন্যতম একটি ভর্তি কোচিং সেন্টার হলো ইউসিসি। বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করার জন্য সব সবার পছন্দের তালিকাতে সব সময় এগিয়ে থাকে ইউসিসি ভর্তি কোচিং সেন্টার। বাংলাদেশের রাজধানী ঢাকাতে এই ভর্তি কোচিংটি তৈরি করা আছে।
এই ভর্তি কোচিং সেন্টার গুলো মুলতো ছাত্র ছাত্রীদের রাস্তা দেখিয়ে দেয় যে কি করে তারা তাদের কাঙ্খিত বিশ্ববিদ্যালয়ে সীট পেতে পারে। এর মাধ্যমে অনেকের গাডলাইন থাকে না যে গাডলাইন তারা মুলতো এই ভর্তি কোচিং সেন্টার গুলোর মাধ্যমে পেয়ে যায়।
একেক বিশ্ববিদ্যালয় এর পরিক্ষার প্রশ্ন একেক বিষয়ের উপরে টাগেট করে থাকে। যে কারনে আপনি চাইলেই সে বিশ্ববিদ্যালয় গুলো ভতি হতে পারেন। যার মাধ্যমে আপনি সেই গুলো বেশ উপভোগ করতে পারবেন। আপনি যদি বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় গুলোতে পড়েন তাহলে সেই বিষয়ে বিস্তারিত বুঝতে পারবেন।
ফোকাস কোচিং সেন্টারঃ
বাংলাদেশের আরেকটি জনপ্রিয় ভর্তি কোচিং হলো ফোকাস ভর্তি কোচিং সেন্টার। বাংলাদেশের বেশ কয়েকটা জায়গাতে তাদের শাখা রয়েছে। বাংলাদেশের বেশ অনেক গুলোর ভর্তি ইচ্ছুক ছেলে মেয়েদের জনপ্রিয়তার প্রথমেই এই ভর্তি কোচিং এর নাম থাকে।
বাংলাদেশের আরেকটি নামকরা ভর্তি কোচিং সেন্টার হলো এই ফোকাস। এই ভর্তি কোচিং সেন্টার এর শাখা প্রশাখা সারা বাংলাদেশ জুড়ে রয়েছে। যে কারনে আপনি যদি সেগুলোতে ভতি হতে পারেন তাহলে সেই বিষয়ে আরো অনেক কিছু বুঝতে পারবেন।
তবে আমার মতে লেখাপড়ার জন্য ভর্তি কোচিং সেন্টার সবকিছু না। এটা আপনার অন্যরকম একটু সাপোট দিবে। যে কারনে আপনি যদি সময় থেকে থাকে তাহলে সেখানে চেষ্টা করে দেখতে পারেন। আশা করা যায় যে একটি সীট পেয়ে যাবেন। যে কারনে আপনাকে বললাম যে দেখে শুনে তারপরে একবারে এমন কোচিং ভতি হবেন যেখানে থেকে আপনি যতেষ্ট গাডলাইন পেরে পারেন।
সাইফুরস কোচিং সেন্টারঃ
বাংলাদেশের মাঝে বেশ আলোচিত ও ভাল ফলাফল এর জন্য সুনামধন্য ভর্তি কোচিং এর নাম হলো সাইফুরস ভর্তি কোচিং সেন্টার। বাংলাদেশের মাঝে যতগুলো ভর্তি কোচিং রয়েছে তার মাঝে এই কোচিং এর অবস্থান রয়েছে তিন নাম্বারে। বাংলাদেশের বেশ কয়েকটা জায়গাতে তাদের অফিস রয়েছে।
এখন তারা বাংলাদেশের মাঝে বেশ সুনাম এর সাথে তাদের ভর্তি কোচিং সেন্টার গুলো চালিয়ে যাচ্ছে। তাদের বেশ মান সম্মত লেখাপড়ার জন্য এতদিন ধরে তাদের সুনাম তারা এখনও ধরে রাখতে পেরেছে। একটা কোচিং এর মুল বিষয় খালি যে ছাত্র ছাত্রী ভতি করানো সেটা বললে ভুল হবে। পাশাপাশি সেখানে একটা ছাত্রকে কোচিং সম্পকে যতেষ্ট ধারনা দিতে হবে।
যে কারনে আমি মনে করি বাংলাদেশের সেরা কলেজ গুলোর মাঝে আপনি ভতি হতে পারেন। যে কারনে আপনার মাঝে বাংলাদেশের অনেক গুলো কলেজ নিয়ে আমরা কথা বললাম। আপনাকে যদি একটা বিশ্ববিদ্যালয় ভতি নিয়ে সঠিক ধারনা দিতে না পারে তাহলে আপনি অনেক কিছু মিস করবেন।
ইউনিএইড কোচিং সেন্টারঃ
বাংলাদেশের এর ভর্তি কোচিং গুলোর মাঝে সেরা চার নাম্বারে রয়েছে ইউনিএইড ভর্তি কোচিং সেন্টার। বাংলাদেশের মাঝে বেশ পরিচিত এই ভর্তি কোচিং সেন্টারটি। তাদের ভালো ফলাফল ও তাদের লেখাপড়ার মান ভাল হবার কারনে তাদের বেশ অনেক চাহিদা রয়েছে।
বাংলাদেশের মাঝে আপনি দেখবেন যে চাহিদার তুলনায় বিশ্ববিদ্যালয়ৈ সিট কম। যে কারনে আপনার সেখানে ভতি হতে হলে বেশ অনেক কিছু চিন্তা করে তারপরে সেটা করতে হয়। যে কারনে আপনি যদি সেখানে ভতি হতে চান তাহলে জেনে শুনে তারপরে হওয়া উচিৎ।
এখনও বাংলাদেশের মাঝে আরো অনেক ভর্তি কোচিং সেন্টার রয়েছে যারা শুধু টাকার জন্য লেখাপড়া করিয়ে থাকে। যে কারনে আপনি যদি নিজেরে স্বপ্নকে বাস্তব করতে চান তাহলে একটু খোজ খবর নিয়ে তারপরে সেখানে ভতি হবেন । যাতে করে আপনার নিজের যা লক্ষ্য থাকে সেটাকে যাতে সহজে বাস্তব করতে পারেন।
স্কলার্স কোচিং সেন্টারঃ
বাংলাদেশের আরেকটি নামকরা ভর্তি কোচিং স্কলার্স কোচিং সেন্টার । আজকে আমরা বাংলাদেশের সেরা যে ৫টি ভর্তি কোচিং নিয়ে কথা বলবো তার মাঝে স্কলার্স কোচিং সেন্টার হচ্ছে শেষ ও পাচঁ নাম্বার ভর্তি কোচিং। বাংলাদেশের সেরা ভর্তি কোচিং গুলোর মাঝে এটিও বেশ জনপ্রিয়।
আজকে আমরা শেষ যে ভর্তি কোচিং সেন্টার নিয়ে কথা বলবো সেটা হলো স্কলার্স ভর্তি কোচিং সেন্টার। আমরা ইতিমধ্যে যে আলোচনা গুলো করেছি সেটার মুল কথা হলো যে বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি সিট পেতে চান তাহলে কিছু বিষয়ে গুরুত্ব প্রদান করতে হয়।
একেক বিশ্ববিদ্যালয় এর লেখাপড়ার মান ও কোয়ালিটি আলাদা আলাদা হওয়ার কারনে সেখানে বেশ জেনে বুঝে তারপরে লেখাপড়ার করা দরকার। নয়তো বেশ সমস্যাতে পরতে হবে । যে কারনে আপনার হাতে ভর্তি কোচিং সেন্টার এর মাঝে পড়ার জন্য মাত্র তিন মাসের মতো সময় পাবেন। এই সময় টুকু ঠিক ভাবে কাজে লাগানো উচিৎ।
শেষ কথাঃ
বাংলাদেশের পাবলিক আর ভাল মানের পাইভেট বিশ্ব বিদ্যালয় গুলোতে সীট চাহিদার তুলনায় কম থাকায়, পরিক্ষার মাধ্যমে উপযুক্ত পরিক্ষার্থীকে সীট এ ভর্তি করানো হয়। আজকের পরে এর মাঝে আমরা সারা বাংলাদেশের সেরা পাঁচটি ভর্তি কোচিং নিয়ে বিস্তারিত জানলাম।
আপনার হাতে অনেক সময় থাকবে না ভর্তি কোচিং সেন্টার এর পড়ার জন্য। তবে একটা কথা যারা অনাস করার সময়ে সঠিক ভাবে লেখাপড়াতে মনযোগ দিবে তারা সহজে ভাল করতে পারবে। যে কারনে আপনি চাইলে একটু সময় নিয়ে তারপরে এখানে চেষ্টা করতে পারেন। কারনে সময় বার বার আসে না। যে কারনে আপনি যদি একটু সাবধানে ও কঠোর পরিশ্রম করেন তাহলে হয়তো ভাল একটা সিট পেতে পারেন।
যেটা আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। যে কারনে আপনাকে এই সময় গুলোর যতেষ্ট গুরুত্ব প্রদান করতে হবে। এমন কিছু করা যাবে না যেটা আপনার সময় নস্ট করে দিবে। যে কারনে এই বিষয় গুলো বেশ চিন্তা করে পরে লেখাপড়া করা উটিৎ যার মাধ্যমে আপনি আপনার স্বপ্নকে বাস্তব করতে পারবেন।
আশা করি এই পোস্টটি আপনার বেশ উপকারে আসবে। আজকে যারা এডমিশন টেষ্ট দিবে তাদের জন্য আমি বাংলাদেশের সেরা পাঁচটি কোচিং নিয়ে কথা বললাম। যাই হোক প্রিয় পাঠক দেখা হবে কথা হবে অন্য কোন পোস্টের অক্ষরে। সেই পযন্ত ভাল থাকেন সুস্থ থাকেন সেই কামনা রইলো। খোদা হাফেজ।