বাংলাদেশের সেরা পাঁচটি জনপ্রিয় মোবাইল কোম্পানি

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক,  আশা করি আপনারা সকলেই বেশ ভাল আছেন।  আমি জাহিদ হাসান রাফসান আজকেও চলে এসেছি বাংলাদেশের সেরা আরেকটি বিষয় নিয়ে কথা বলার জন্য। বাংলাদেশের মাঝে এক যুগ আগে যেখানে দেশের হাতে গুনা কয়েকটা গ্রাম জুড়ে একটা দুইটা মোবাইল খুঁজে পাওয়া যেত না।

এখন সেখানে প্রতিটি পরিবার এর মাঝে হলেও একটি স্মার্টফোন রয়েছে। এমনি প্রতি নিয়ত মোবাইল ব্যবহারকারীদের সংখ্যা বেড়েই চলছে। যে কারনে আমরা এখন কথা বলবো বাংলাদেশের সেরা পাঁচটি জনপ্রিয় মোবাইল কোম্পানি  নিয়ে। এই মোবাইল গুলো বেশ ভালো পরিমান বিক্রি হচ্ছে বাংলাদেশে।

একটা কথা মনে রাখবেন বাংলাদেশের জনগনের হাতে হাতে মোবাইল আসার কারন হলো চীনের মোবাইল উৎপাদন। যদি চীন বাংলাদেশের মাঝে মোবাইল বিক্রি না করতো তাহলে মোবাইল এর দাম বিশ্ব বাজারে অনেক বেশি থাকতো যে কারনে তখন চাইলেও কেউ কম দামে মোবাইল কিনতে পারতো না।

যে রকম বলতে গেলে আইফোন এর মতো কোন মোবাইল কোম্পানি নেই বললেও চলে। যে কারনে তাদের মোবাইল গুলোর দামও অনেক বেশি হয়ে থাকে। সাধারনত আইফোন যদি ‍দাম লাখ টাকার কম নেই বললেও চলে। যে কারনে অনেক সাধ থাকলেও আইফোন কিনার সাধ্য নেই বললেও চলে।

আরো পড়ুনঃ বাংলাদেশের সেরা ৫টি বীমা কোম্পানি

সেজন্য বাংলাদেশের মাঝে যদি তারা মোবাইল বিক্রি না করতে‍া তাহলে অনেকে মোবাইল ক্রয় করতে পারতো ‍না। সেজন্য মোবাইল এর বিষয়ে অনেক কিছু লক্ষ্য রেখে তারপরে মোবাইল ক্রয় করতে হবে। বাংলাদেশের মাঝে চীনের যে জনপ্রিয় মোবাইল কোম্পানি গুলো আছে তাদের মাঝে সেরা হলো।

ভিভো,অপো,রিয়েলমি, ‍শাওমি সহ আরে‍া অনেক জনপ্রিয় মোবাইল কোম্পানি। বাংলাদেশের সকলের হাতে মোবাইল পোছানোর অন্যতম একটি কারন হলো চীনের মোবাইল গুলো দেশের মাঝে আসা। সেজন্য মোবাইল গুলো এত কম দামে পাওয়া যাচ্ছে।

সেজন্য আজকে আমরা এমন পাচঁটি মোবাইল কোম্পানি নিয়ে কথা বলবো যে কোম্পানির মোবাইল আপনি ক্রয় করলে মোটামোটি কম টাকার মাঝে ‍ভাল কিছু মোবাইল পেয়ে যাবেন। যে গুলোর বেশ ভাল পরিমান চাহিদা রয়েছে ও থাকবে।

বাংলাদেশের মাঝে এতো পরিমান বিক্রিত হওয়া মোবাইল গুলোর মাঝে কোন কোন মোবাইল কোম্পানি এগিয়ে আছে সেটা নিয়ে আজকে আমরা জানতে পারবো। আশা করি আজকের পোস্টটি আপনারা বেশ উপভোগ করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে মুল পোস্ট এ চলে যাওয়া যাক। 

বাংলাদেশের সেরা পাঁচটি জনপ্রিয় মোবাইল কোম্পানির তালিকাঃ
  • স্যামসাং (Samsung)
  • অপো (OPPO) 
  • ভিভো (Vivo)
  • রিয়েলমি (Realme)
  • শাওমি (Xiaomi) 

বাংলাদেশের সেরা পাঁচটি জনপ্রিয় মোবাইল কোম্পানি নিয়ে বিস্তারিতঃ

স্যামসাং (Samsung) :

বাংলাদেশের অন্যতম একটি মোবাইল কোম্পানি হলো স্যামসাং মোবাইল কোম্পানি। এই মোবাইল ব্যান্ডটি শুধু বাংলাদেশের মাঝে নয় বিশ্বের সবচেয়ে বেশি পরিমান বিক্রিত হওয়া মোবাইল ব্যান্ড বলা হয়ে থাকে। এই মোবাইলটি বেশ জনপ্রিয় একটি মোবাইল ব্যান্ড হয়েছে গেছে বিগত বছর গুলোতে।

বলতে গেলে বাংলাদেশের মাঝে সবার আগে যে মোবাইল কোম্পানি মোবাইল এনেছে সেটা স্যামসাং কোম্পানি বললেও চলে। বাংলাদেশের মাঝে তাদের এই মোবাইল গুলো বেশ ভাল জনপ্রিয়তা পেয়েছে। যে কারনে তাদের মোবাইল গুলোর কতটা চাহিদা আছে সেটা বলে কখনও শেষ করা যাবে না।

এখনও তাদের মোবাইল গুলো বাংলাদেশে ভাল পরিমান বাজারজাত করা যেতে পারে। বাংলাদেশের মাঝে বিক্রিত হওয়া মোবাইল গুলো তালিকাতে বেশ এগিয়ে আছে এই মোবাইল গুলো। যে কারনে তাদের মোবাইল গুলো কথা বলে শেষ করা যাবে না।

অপো (OPPO) : 

ক্যামেরার জন্য বেশ সুনাম অর্জন করেছে এই মোবাইল ব্যান্ডটি। বাংলাদেশের মাঝে বেশ পরিচিতি ও বেশ বিক্রিত হওয়া মোবাইল ব্যান্ড হলো অপো মোবাইল। অপো এর ক্যামের‍া গুলো বেশ ভালো হয়ে থাকে। যে কারনে এই মোবাইলটিরও বেশ জনপ্রিয়তা রয়েছে।

অপো অনেক আগে থেকে তাদের মোবাইল দিয়ে কোটি কোটি গ্রাহকের জনপ্রিয়তা লাভ করে রেখেছে। তাদের মোবাইল গুলোর দাম তুলনা মুলক ভাবে একটু বেশি হয়ে থাকে। কিন্ত বেশ চাহিদা থাকায় ও কোয়ালিটিফুল হওয়ার কারনে তাদের মোব‍াইল গুলো চাহিদা ছিলো ও এখনও থাকবে।

সারা বাংলাদেশের মাঝে তাদের অসংখ্য ব্যান্ড শো-রুম থাকাতে সহজে আপনি যেকোন স্থান থেকে তাদের মোবাইল গুলো ক্রয় করতে পারবেন। মোটামোটি মান ভাল হওয়াতে সহজে তাদের মোবাইল গুলো দেশের মাঝে বিক্রি করতে পারে। আপনি যদি একটি মোবাইল ক্রয় করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অপো মোবাইল দেখতে পারেন।

ভিভো (Vivo) : 

স্টাইলিশ মোবাইল ব্যান্ড গুলো মাঝে অন্যতম একটি মোবাইল ব্যান্ড হলো ভিভো মোবাইল । ভিভোর মোবাইল গুলো বেশ পাতলা ও সুন্দর হয়ে থাকে। বাংলাদেশের মাঝে বেশ দ্রত সময়ে জনপ্রিয়তা লাভ করা একটি মোবাইল ব্যান্ড হলো ভিভো।

বাংলাদেশের মাঝে যদি চিনের মোবাইল গুলো না আসতো তাহলে সকলের কাছে এত সহজে মোবাইল আসতো না। বাংলাদেশের মোবাইল সকলের কাছে আসার অন্যতম কারন হালো চীনের মোবাইল গুলো। বাংলাদেশের মাঝে চীনের যে মোবাইল গুলো জনপ্রিয়ত তাদের মাঝে ভিভো অন্যতম একটি ব্যান্ড।

আমি নিজেও ভিভো মোবাইল এর ব্যবহার করে থাকি। বেশ সুন্দর ডিজাইন ও তাদের মোবাইল এর কোয়ালিটি বেশ ভাল হওয়ার কারনে অল্প সময়ের মাঝে তাদের মোবাইল গুলো বাংলাদেশের মাঝে এতটা জনপ্রিয় হয়ে আছে।

রিয়েলমি (Realme) : 

বাংলাদেশের অন্যতম আরেকটি মোবাইল বিক্রি কোম্পানির নাম হলো রিয়েলমি মোবাইল কোম্পানি। এই মোবাইলটি বেশ জনপ্রিয় একটি মোবাইল কোম্পানি। বাংলাদেশের মাঝে রিয়েলমির মোবাইল গুলোর অল্প সময়ের মাঝে অনেক বিক্রিত হওয়া একটি মোবাইল।

বাংলাদেশের মাঝে জনপ্রিয় হওয়া আরেকটি অন্যতম মোবাইল ব্যান্ড হলো রিয়েলমি। কারন রিয়েলমিও অল্প সময়ের মাঝে বাংলাদেশের সেরা একটি মোবাইল কোম্পানি হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশের মাঝে তাদের মোবাইল গুলো প্রতিনিয়ত বিক্রি বাড়ছে।

অন্য সকল জনপ্রিয় মোবাইল গুলোর মতো রিয়েলমিও হলে চীনের জনপ্রিয় একটি মোবাইল ব্যান্ড। বাংলাদেশের মাঝে তাদের মোবাইল গুলো বেশ দ্রুত অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে। যে কারনে আপনি চাইলে তাদের মোবাইল গুলো সেবা নিতে পারেন।

শাওমি (Xiaomi) :

বাংলাদেশের মাঝে এক সময় রাজত্ব করেছে এমন একটি মোবাইল ব্যান্ড হলো শাওমি মোবাইল ফোন। এই মোবাইল গুলো তাদের বাজেটের মাঝে বেশ ভালো সেবা প্রদান করার কারনে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে এখন একটা জিনিস দেখা যাচ্ছে শাওমি তাদের মার্কেট হারাচ্ছে।

বাংলাদেশের মাঝে বেশ কোয়ালিটি ও মান সম্মত একটি মোবাইল ব্যান্ড হলো শাওমি। তবে শাওমি মোবাইল এর আলাদা একটি গুনাগ‍ুন হলো শাওমি মোবাইল গুলোর দাম তুলনামুলক ভাবে কম হয়ে থাকে। যে কারনে তাদের মোবাইল গুলো বেশ ভাল চাহিদা হয়ে থাকে।

আপনি যদি তাদের মোবাইল গুলোর সেবা লক্ষ্য করে থাকেন তাহলে তাদের মোবাইল এর বিষয়ে অনেক কিছু বুঝতে পারবেন।মোটামোটি কোয়ালিটি ও দামও কম হওয়াতে তারাও বাংলাদেশে ভাল পরিমান মোবাইল বিক্রি করছে।

শেষ কথাঃ 

বন্ধুরা আজকে আমরা যে সকল মোবাইল কোম্পানি গুলো সম্পর্কে জানলাম যদি এই সকল মোবাইল কোম্পানি গুলো বাংলাদেশের মাঝে মোবাইল না বিক্রি করতো তাহলে হয়তো এতো সহজে সকলের হাতে মোবাইল পৌঁছাতে পারতো না।

Mobile Brands

আগে একটা সময় বাটন মোবাইল এর যে দাম ছিলো এখন সেই দিয়ে স্মার্টফোন ক্রয় করা যায় শুধু মাত্র তাদের সহায়তা জন্য। আশা করি আজকের এই পোস্ট গুলো আপনারা বেশ উপভোগ করেছেন। আজকের এই পোস্টটি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্য কমেন্ট করে জানাবেন প্লিজ।

যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি,  দেখা হবে কথা হবে অন্য কোন পোস্টের অক্ষরে। সেটি পযন্ত ভাল থাকেন সুস্থ থাকেন সেই কামনা রইলো।  খোদা হাফেজ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *