বাংলাদেশের সেরা পাঁচটি জনপ্রিয় মোবাইল অফলাইন গেম
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আশা করি আপনারা সকলেই বেশ ভাল আছেন। আল্লাহ পাক এর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। বন্ধু আমি জাহিদ হাসান রাফসান আজকেও চলে এসেছি আপনাদের সাথে বাংলাদেশের সেরা বিষয় গুলো নিয়ে কথা বলার জন্য।
আমার দেখা সেরা গেম গুলোর মাঝে অন্যতম একটি জনপ্রিয় ও সেরা গেম হলো এই গুলো। বিশ্বের মাঝে যখন মহামারী করনা রোগের আবিষ্কার হয় তখন থেকে এই গেম গুলো বেশ জনপ্রিয়তা লাভ করে। কারন তখন মানুষের সময় কাটাবার মতো কোন উপায় থাকতো না।
সারাদিন ঘরের মাঝে বসে থাকতে থাকতে তারা বোর হয়ে যেতো বলে এই খানে এভাবে খরচ না করলেও তাদের ভাল লাগতো না। সেজন্য তারা সেই খেলা গুলো উপভোগ করতে পারে। যখন তারা সেই খেলা গুলো উপভোগ করতো তখন এমনিতেই এই খেলা গুলো জনপ্রিয়তা লাভ করে।
বিশ্বের অন্য সকল দেশের মতো বাংলাদেশের মাঝেও এই করনার ভাইরাস এর সময়ে সারা দেশের মাঝে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এর পরে থেকে এখনও নানা খেলা গুলো সবাই উপভোগ করছে। তারা এখন এমন অনেক খেলা রয়েছে যে গুলো নিয়মিত খেলছে ও আরো সেই খেলা গুলো উপভোগ করে যাবে।
আরো পড়ুনঃ বাংলাদেশের সেরা পাঁচটি জনপ্রিয় খেলা
প্রিয় পাঠক মোটামুটি মোবাইল ব্যবহার করে না এমন লোক হয়তো এখন খুব কম আছে। আর মোবাইল ব্যবহার করে বিনোদন নেওয়া বেশ জনপ্রিয় একটি ব্যাপার। যে কারনে আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সেরা পাঁচটি অফলাইন মোবাইল গেম নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মুল পোস্ট এ চলে যাওয়া যাক।
বাংলাদেশের সেরা পাঁচটি জনপ্রিয় মোবাইল অফলাইন গেমঃ
- কিং লুডু
- ক্যান্ডি ক্রাশ
- বাবল শুটার
- দাবা
- ক্যারাম বোর্ড
বাংলাদেশের সেরা পাঁচটি জনপ্রিয় মোবাইল অফলাইন গেম বিস্তারিতঃ
কিং লুডুঃ
বাংলাদেশের মাঝে অন্যতম একটি জনপ্রিয় গেম হলো কিং লুডু। শুধু যে বাংলাদেশ এর মাঝেই জনপ্রিয় সেটাও নয়। সারাবিশ্বের মাঝে অন্যতম একটি জনপ্রিয় গেম হলো কিং লুডু। একটা সময় ছিলো যখন সবাই লুডু পট কিনে সেটাতে লুডু গেম খেলতো।
কিন্তু কয়েক বছর আগে একটি গেম কোম্পানি অনলাইনে কিং লুডু গেম মোবাইল অ্যাপ আনেন। যেটা আপনি অনলাইন ছাড়াও অফলাইনে খেলতে পারবেন। তারপরে থেকে দেখা যায় যে এখনকার মানুষদের মাঝে সবচেয়ে জনপ্রিয় একটি গেম হলো এই কিং লুডু।
অল্প সময়ের মাঝে সারা বিশ্বের মাঝে এই গেমের সফলতা তাক লাগিয়ে দেয়। কেউ ভাবতেও পারেনি যে এতো তাড়াতাড়ি এই গেমটি এতটা জনপ্রিয়তা লাভ করেছে। যে কারনে আপনি চাইলেই মন চাইলে এই কাজ গুলো করতে পারেন।
ক্যান্ডি ক্রাশঃ
বিভিন্ন ফলের মিল রেখে তারপরে একটি গেম খেলা হয়ে থাকে। যে গেমটিকে ক্যান্ডি ক্রাশ বলা হয়ে থাকে। একের পরে এক লেভেল এর টার্গেট পূরন করার চ্যালেন্জ নিয়ে এই গেমটি তৈরি করা হয়েছে। এই গেমটি যখন খেলা হয় তখন বেশ অনেক গুলো বিষয় গ্রহন করা হয়।
আপনি যখন এই গেমটি খেলবেন তখন বেশ অনেক কিছু উপভোগ করতে পারবেন। যে কারনে আপনি এই গেমটি উপভোগ করতে পারেন। আমার দেখা সেরা গেম গুলোর মাঝে এই গেমটি অন্যতম একটি গেম। যেটা আপনারা বেশ উপভোগ করতে পারবেন।
বাংলাদেশের মাঝে জনপ্রিয়তা পাওয়া আরেকটি জনপ্রিয় গেম হলো এই ক্যান্ডি ক্রাশ। যে গেমটি মানুষের সময় কাটানোর বেশ জনপ্রিয় একটি উপায় হয়ে গেছে। যেহেতু অফলাইন গেম সেই কারনে এই গেম খেলতে কোন এমবির প্রয়োজন পড়েও না।
বাবল শুটারঃ
বিভিন্ন রং মিলিয়ে লেভেল কমপ্লিট করার অসাধারন একটি চ্যালেন্জ নিয়ে এই গেমটি উপভোগ করা হয়ে থাকে। আপনি যতটা উপভোগ করতে চান এই গেমটি আপনি ততটাই উপভোগ করতে পারবেন। নানা রকমের চ্যালেন্জ এর জন্য এই গেমটি বেশ জনপ্রিয় একটি গেম।
আপনি যদি অন্য রকম একটি গেম খেলতে চান তাহলে বাবল শুটার গেমটি উপভোগ করতে পারেন। আমার দেখা সেরা খেলা গুলোর মাঝে অন্যতম একটি খেলা হলো এই বাবল শুটার গেম। আপনি যদি এখনও এই গেমটি উপভোগ করে না থাকেন তাহলে গেমটি ইনষ্টল করতে পারেন।
বাংলাদেশের মানুষ এই গেমকে এক কথায় রং মিলানোর খেলা বলে চিনে থাকে। যে কারনে এই গেমটি অন্য রকম একটি জনপ্রিয়তা লাভ করে রেখেছে। আপনি অবসর সময়ে যদি এই গেমটি নিয়ে বসেন তাহলে নানা রং মিলানোর ধাঁধায় নিজেকে হারিয়ে ফেলবেন।
দাবাঃ
আমি যদি ব্যাক্তিগত মতামত দেই তাহলে আমি বলবো যে সকল প্রকার গেম খেললে কিছুটা হলেও ভাগ্য নির্ভর করে। একমাত্র দাবা খেলাতেই আপনি নিজের ভাগ্য নিজে তৈরি করতে পারবেন। কথাটার মানে হলো আপনি যখন এই গেমটি উপভোগ করবেন তখন যেমন খেলবেন তেমন ফলাফল পাবেন।
আপনি যদি খারাপ খেলেন তখন আপনি ফলাফল খারাপ হবে সেটাই বাস্তব। অন্য কিছু কিছু খেলাতে ভাগ্য কিছুটা হলেও নির্ভর করে। যেমন একটি ক্রিকেট খেলাতে একটি বল পিচে কেমন ডেলিভারি হবে সেটা ভাগ্য এর উপরে নির্ভর করে। কিন্ত দাবাতে প্রতিটা চাল আপনি নিজে বুঝে বুঝে দিবেন।
অন্য কারো কি রকম লাগে জানিনা। তবে আমার কাছে বেশ জনপ্রিয় ও পছন্দের একটি খেলা হলো এই দাবা খেলা। যে খেলাটি অনেক আগে থেকে আমি বাস্তবে পটে খেলতাম । এখন আমরা এই গেম মোবাইলেও খেলতে পারি।
ক্যারাম বোর্ডঃ
বাংলাদেশের মাঝে আরেকটি জনপ্রিয় খেলা হলো ক্যারাম খেলা। আপনি ক্যারাম খেলাটা যত খেলবেন ততই উপভোগ করতে পারবেন। আমরা দেখা সেরা খেলা গুলোর মাঝে অন্যতম একটি খেলা হলো এই ক্যারাম খেলা। মুলত একটি ক্যারাম বোর্ড লাগবে এই খেলাটি খেলতে।
তারপরে দুইজন বা চারজন মিলে এই খেলাটি শুরু করতে পারবেন। এই খেলাটি খেলতে গেলেও আপনার জয় পরাজয়ে আপনার দক্ষতা অনেকটা নির্ভর করে থাকে। আপনি যেমন খেলবেন দিন শেষে আপনি তেমন ফলাফল দেখতে পারবেন।
আপনি যদি এই নেয় বসে তাহলে দেখবেন আপনার সময় কোন দিক থেকে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। যে কারনে আপনি সেই গেমটি খেলতে পারেন। আমার কাছেও এই গেমটি খেলতে মোটামোটি ভাল লাগে। যে কারনে আমি মাঝে মাঝে এই গেমটি খেলতাম।
শেষ কথাঃ
বন্ধুরা, মোবাইল দিয়ে গেম খেলা মোটামুটি সকল বয়সের মানুষের এর জন্য বেশ জনপ্রিয়। ছেলে বেলা থেকে বুড়ো বয়সের পযন্ত সব সময় মিলিয়ে কম বেশি সবাই মোবাইল গেম খেলে থাকে। যে কারনে মোবাইল ব্যবহার করে সবাই বিভিন্ন গেম খেলে।
আপনি যদি মোবাইল ব্যবহার করেন তাহলে হয়তো এই গেম গুলো কম বেশি উপভোগ করেছেন। এখনও সেই খেলা গুলো খেলছেন। যে কারনে আপনি সেই খেলা গুলো নিয়মিত খেলতে পারেন। যে কারনে আপনি সেই গুলোর নিজের মন মতো উপভোগ করতে পারবেন।
আশা করি সেটা আপনার নানা কাজে আসবে। যে কারনে আপনি সেটার জন্য নানা প্রয়োজনে ব্যবহার করতে পারবেন বলে আশা করছি। যে কারনে আপনি সেই খেলা গুলোকে খুব মিস করছি। আপনি যদি এই মোবাইল গেম গুলো খেলেন তাহলে আপনি সেটার সুবিধা বুঝতে পারবেন।
আজকে আমরা বাংলাদেশের সেরা পাঁচটি জনপ্রিয় মোবাইল অফলাইন গেম নিয়ে কথা বললাম। যাই হোক, আজকের এই পোস্টটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন।যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে কথা হবে অন্য কোন পোস্টের এর অক্ষরে। সেই পযন্ত ভাল করে সুস্থ থাকেন সেই কামনা রইলো। খোদা হাফেজ।