টিকটকের ব্যবহার,সুবিধা ও অসুবিধা

ভূমিকাঃ

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আশা করি আপনারা সকলে বেশ ভালো আছেন। বন্ধুরা এখনকার সময় অনলাইন প্রযুক্তির সময়। এখনকার সময়ে সবাই বাস্তবতার থেকে অনলাইন লাইফকে গুরুত্ব দিয়ে থাকে। যে কারনে অনলাইনের বিষয় গুলো বেশ প্রয়োজনীয় একটি ব্যাপার।

বিশ্বের মাঝে অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া একটি অন্যতম জনপ্রিয় সোস্যাল মিডিয়‍া হলো টিকটক। যার মাধ্যমে আপনারা সহজে সারা বিশ্বের মাঝে যোগাযোগ করতে ও বিভিন্ন ভিডিও উপভোগ করতে পারবেন। আজকের আমরা এই বিশাল জনপ্রিয় সোস্যাল মিডিয়া নিয়ে কথা বলবো।

টিকটকের ব্যবহারঃ
  • বিনোদন নিতে।
  • নিজেকে ও নিজের চিন্তাকে ভিডিও এর মাধ্যমে উপস্থাপন।
  • পরিচিতি লাভ।
  • বিজ্ঞাপন হিসেবে।
টিকটকের ব্যবহার নিয়ে বিস্তারিতঃ

বিনোদন নিতেঃ

টিকটকের মূল ক‍ারন হলো বিনোদন। বিনোদন মূলতো মানুষকে হাসাতে, আনন্দ দিতে ব্যবহার করা হয়। মূলতো একদম কম সময়ে ছোট একটি ভিডিও এর মাধ্যমে আপনি অনেক রকমের বিনোদন পাবেন। যে কারনে আপনি খুব সহজেই অল্প সময়ে বিনোদন পাবেন।

বিনোদনের একটি অন্যতম উৎস হিসেবে টিকটকের ব্যবহার করা হয়। একদম অল্প সময়ের মাঝে বিশ্ব ব্যাপী এই টিকটক বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এখন টিকটকের কোটি কোটি ব্যবহারকারী ও কনটেন্ট ক্রিয়েটের রয়েছে। যার মাধ্যমে আপনি সহজে এই কাজ গুলো করতে পারবেন।

নিজেকে ও নিজের চিন্তাকে ভিডিও এর মাধ্যমে উপস্থাপনঃ

এখনকার মানুষজন নিজের চিন্তা গুলোকে অন্য লোক গুলোর মাঝে তুলে ধরতে অনলাইন এর ব্যবহার করে থাকে। যার মাধ্যমে সারাবিশ্ব ব্যাপী পরিচিতি লাভ করে। আবার অনেক সময় নতুন নতুন চিন্তা গুলোকে সহজে তুলে ধরতে পারে। সব মিলিয়ে টিকটক হলো নিজেকে উপস্থাপন করার অন্যতম একটি উপায়।

আপনি যে কারনে নিজের মনের কথা গুলোকে তুলে ধরতে পারবে। আরো ‍নানা বিষয় গুলোর মাধ্যমে টিকটক জনপ্রিয়তা লাভ করেছে। আরো নানা রকমের সুযোগ সুবিধার মাধ্যমে তারা এই কাজ গুলো করতে পারবে। আরো নানা সুবিধার মাধ্যমে তারা এই গুলো করতে পারবে।

পরিচিতি লাভঃ

অনেকে আছে যখন টিকটকের মাঝে ভিডিও ভাইরাল হলে সহজে সারাবিশ্বের মাঝে পরিচিতি লাভ করে থাকে। যার মাধ্যমে তাদের জীবন যাত্রার মান পরিবর্তন হয়ে থাকে। যেখানে একটি মানুষকে এলাকাতে সবাই চিনে না। সেখানে তাদের এলাকার বাহিরেও অনেকে চিনে সেটাই অনেক।

যে কারনে এখনকার হাজারো ছেলে মেয়েরা লেখাপড়াতে বা অন্য কাজে এই গুলোর ব্যবহার করে থাকে। যে কারনে সব কিছু মিলিয়ে টিকটক এখন অন্য রকম একটি পরিচিতি মাধ্যম হিসেবে সারা দেশের মাঝে পরিচিতি লাভ করেছে। এভাবে তাদের জীবনটাকে সাজিয়ে নিতে পারে।

বিজ্ঞাপন হিসেবেঃ

এখনকার টিকটকের মাঝে অনেক তাদের ভিডিও দিয়ে সেটার পাশাপাশি নানা কিছুর অ্যাড যোগ করে দেয়। যেটাকে তারা তাদের বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করে থাকে। আরো অনেক ভিডিও আছে যেগুলো তারা বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করে থাকে।

আরো নানা সুযোগ সুবিধার কথা মাথায় রেখে পরে তারা সেই গুলোর ব্যবহার করে থাকে। আরো ‍নানা সুযোগ সুবিধার দিক চিন্তা করে খুব সহজে আমরা এই গুলোর ব্যবহার করতে পারি। যে কারনে আপনি এইটা ব্যবহার করতে পারবেন। আরো নানা সুবিধার জন্য টিকটক এখন এত জনপ্রিয়।

টিকটকের সুবিধাঃ
  • মানসিক শান্তি
  • সময় কাটানো
  • মেসেজে কথা বলা
টিকটকের সুবিধা নিয়ে বিস্তারিতঃ

মানসিক শান্তিঃ

টিকটক এখন মানুষের মানসিক শান্তির জায়গা হয়ে গেছে। যেখানে এখন অনেকে ভিডিও আপলোড করে থাকে। তখন ভিডিও গুলো দেখে তারা মানসিক ভাবে খুশি থাকে। আরো ‍নানা সুবিধার জন্য টিকটকের তুলনা হয় না। যে কারনে আপনি চাইলেই এখন টিকটকে সেগুলোর ব্যবহার করতে পারবেন।

টিকটকে ফানি থেকে শুরু করে কস্টেরও ‍অনেক ‍ভিডিও পাওয়‍া যায় যে কারনে টিকটকের এত চাহিদা হয়ে আছে। যার মাধ্যমে এখন এত জনপ্রিয়তা লাভ করে আছে। আপনি যখন তাদের ভিডিও গুলো দেখবেন তখন আপনার মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে।

সময় কাটানো‍ঃ

জীবনে সবচেয়ে বাজে একটি কাজ হলো সময় কাটানো। আপন‍ার যখন কোন কাজে মন বসবে না তখন আপনি ফ্রি টাইমে বসে তারপরে কথা বলতে পারেন। যার মাধ্যমে আপনি অনেক রকমের সুবিধা পেয়ে যাবেন। তখন একা থাকলেও কিছু ভিডিও দেখতে দেখতে সময় কেটে যাবে।

যে কারনে দেখা যায় একটু সময় পেলেও অনেকে টিকটকে কথা বলে থাকে। যার মাধ্যমে আপনি সেই গুলোর ব্যবহার করতে পারবেন। আরো নানা সুবিধার মাধ্যমে আপনি সেই গুলো উপভোগ করতে পারবেন। আর নিজের দরকারী সময় গুলো ভাল করে কাটাতে পারবেন।

মেসেজে কথা বলা‍ঃ

এখনকার সময়ে মানুষে বাস্তবে যে সময় ‍গুলো কথা বলে তার থেকেও বেশি সময় তারা অনলাইনে কথা বলে বন্ধু বানায়। ঘন্টার পরে ঘন্টা তারা টিকটকে কথা বলে থাকে। যে কারনে আপনি চাইলে টিকটকের মাধ্যমে অনেক সময় কাটাতে ও উপভোগ করতে পারবেন।

টিকটকে কথা বলার সবচেয়ে বড় সুবিধা হলো লাইভ চ্যাট করা। যেখানে আপনি যাকে ফলো করবেন তার সাথে অনেক সময় নিয়ে কথা বলতে পারবেন। যে কারনে আপনার ইচ্ছে মতো সেটার ব্যবহার করতে পারবেন। আরো অনেক সুবিধার জন্য এই টিকটক বেশ এগিয়ে রয়েছে।

টিকটকের অসুবিধাঃ
  • ধৈয্য কমিয়ে দিবে
  • অতিরিক্ত খরচ‍
  • স্বাস্থের ক্ষতি হওয়া
টিকটকের অসুবিধা নিয়ে বিস্তারিতঃ

ধৈয্য কমিয়ে দিবেঃ

আপনি যখন টিকটকের ভিডিও গুলো দেখবেন তখন আপনি যদি কোন মুভি নিয়ে বসেন তাহলে দেখবেন আপনার ভালো লাগবে না। আপনার মনে হতে থাকবে এত সময় যাচ্ছে কেন। মুভি এত বড় কেন। কোন কাজে মন বসবে না। বার বার খালি মনে হতে থাকবে সময় কেন যায় না।

যে কারনে আপনি টিকটকের ব্যবহার করতে পারেন। আরো নানা সুবিধার মাধ্যমে আপনি সেই গুলোর ব্যবহার করতে পারেন। নানা প্রয়োজনে ও অন্যান্য কারনে আপনি যখন প্রয়োজন টিকটকের ব্যবহার করতে পারবেন। নানা প্রয়োজনে এটা দেখা যায়।

অতিরিক্ত খরচ‍ঃ

অন্য সকল সোস্যাল মিডিয়া গুলোর তুলনায় টিকটকের ভিডিও গুলোর কোয়ালিটি বেশ হাই হয়ে থাকে। যে কারনে টিকটকের ভিডিও গুলোর দ্রুত চলে। সেই কারনে টিকটকের ভিডিও গুলো খরচও বেশ বেশি হয়ে থাকে। আর আপনি যখন নিয়মিত টিকটকে ভিডিও দেখবেন তখন আপনার বাকি ভিডিও গুলো আর ভাল লাগবে না।

যে কারনে আপনি আপনার সময় নিয়ে চাইলে টিকটকে আড্ডা দিতে পারেন। কথা পারেন কিন্ত তখন এমবি ক্রয় করার জন্য হলেও আপনার টাকার খরচ হবে। যে ‍কারনে আপনি সে ‍গুলোর ব্যবহার করতে পারবেন। আমার দেখা সেরা অন্যতম মাধ্যম হলো টিকটক।

স্বাস্থের ক্ষতি হওয়াঃ

অতিরিক্ত সময় নিয়ে যখন আপনি মোবাইলে টিকটক দেখবেন তখন আপনার চোখের ও স্বাস্থের অনেক ক্ষতি হয়ে যাবে। যে কারনে আপনি এইটার ‍মাধ্যমে এই গুলোর ব্যবহার করতে পারেন। যে কারনে আপনার সুবিধা মত যেটা খুশি করতে পারেন।

কিন্ত মনে রাখবেন অতিরিক্ত কোন কিছু ভাল না। যদি সঠিক ভাবে কাজ করতে না পারেন তাহলে আপনি অ‍ারো অনেক সমস্যাতে পড়তে হবে। যে কারনে আপনার স্বাস্থ্য এর সমস্যা হতে পারে। এভাবে আপনি সেই কাজ গুলো করতে পারবেন।

শেষ কথাঃ

বন্ধুরা এখন মোবাইল ব্যবহার করেনা এখন লোক খুজে পাবেন না। আর মোবাইল এর মাঝে অন্যতম কিছু জনপ্রিয় অ্যাপ এর মাঝে বেশ এগিয়ে আছে এই টিকটক অ্যাপ ও অন্য সকল অ্যাপ গুলো। যার ‍মাধ্যমে আপনারা অনেক কিছু উপভোগ করতে পারবেন।

আজকের এই পোষ্টটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যাতে করে আমরা পরে অন্য ভিডিওতে সেটা তুলে ধরতে পারি। আরো বেশ কিছু সুবিধার মাধ্যমে এগুলোর ব্যবহার লক্ষ্য করা যায়। ধন্যবাদ প্রিয় পাঠক আমাদের সাথে থাকার জন্য ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *