বাংলাদেশের সেরা পাচঁটি জনপ্রিয় অপো মোবাইল মডেল ও দাম ২০২৩

ভূমিকাঃ

বন্ধুরা, একটা সময় ছিলো যখন সারা গ্রাম খুঁজেও একটি মোবাইল ব্যবহারকারী পাওয়া যেত না। এখন সময়ের পরিবর্তন এর সাথে সাথে মোবাইল এর প্রয়োজন বেশ বেড়ে গেছে যে কারনে মোবাইল এর চাহিদাও বেশ বেড়েই চলছে। বিগত কয়েক দশকে মোবাইল বিক্রি ৮০-৯০ শতাংশ বেড়েছে।

একটি কথা আমি প্রায়ই বলি, যে পন্যের যত চাহিদা থাকে, সে চাহিদা পূরনের জন্য তত কোম্পানি পন্য বের করে। কিন্তু তাই বলে সকল কোম্পানির পন্য গুলোর মান সমান নয়। কিছু কিছু কোম্পানির দাম তুলনামূলক ভাবে কম রেখেও সেরা পন্য ভোক্তার জন্য অফার করে।

আরো পড়ুনঃ বাংলাদেশের সেরা পাঁচটি জনপ্রিয় এসি কোম্পানি

আবার কিছু কোম্পানি আছে যারা এই চাহিদা কাজে লাগিয়ে বেশি টাকা মুনাফা করার আশায়, বাজারে বাজে বাজে পন্য আনেন। সে সকল পন্যের গুনগত মান ও কোয়ালিটি একদম বাজে হওয়াতে বেশিদিন থাকে না। আজকে আমরা বাংলাদেশের জনপ্রিয় মোবাইল অপোর সেরা পাঁচটি মডেল ও দাম জানবো।

বাংলাদেশের সেরা পাচঁটি জনপ্রিয় অপো মোবাইল মডেল ও দাম ২০২৩
  • Oppo Reno8 T Mobile
  • Oppo A77s Mobile
  • Oppo F21s Pro Mobile
  • Oppo A95 Mobile
  • Oppo F19 Pro Mobile
বাংলাদেশের সেরা পাচঁটি জনপ্রিয় অপো মোবাইল মডেল ও দাম ২০২৩ নিয়ে বিস্তারিতঃ
Oppo Reno8 T Mobile :

২০২৩ সালে এসে মার্কেটে আসা বাংলাদেশের মাঝে বেশ জনপ্রিয়তা পাওয়া একটি জনপ্রিয় মোবাইল মডেল হলো Oppo Reno8 T। ৬.৪৩ ইঞ্চি মাপের একটি চমৎকার ডিসপ্লে রয়েছে এই মোবাইলটির মাঝে। আরো রয়েছে 100+2+2 Megapixel এর তিনটি ক্যামেরা।

যার সাহায্যে আপনি আপনার বিভিন্ন সময়ের হাই ‍কোয়ালিটির ফটোর তুলতে পারবেন। আর সেলফি তুলতে রয়েছে 32 Megapixel সেলফি ক্যামেরা। মোবাইলটিতে আরো রয়েছে Android 13 অপারেটিং সিস্টেম ও Mediatek Helio G99 এর প্রসেসর। 8 GB রেম এর সাথে রয়েছে 256 জিবির রম।

Oppo Reno8 T দাম – ২০২৩ : ৳32,990
Oppo A77s Mobile :

অক্টোবর ২০২২ সালে মার্কেটে আসা বাংলাদেশের আরেকটি জনপ্রিয় মোবাইল হলো Oppo A77s। 6.56 inches ডিসপ্লের এর অসাধারন মোবাইলটিতে রয়েছে 50+2 Megapixel এর দুটি ক্যামেরা। পাশাপাশি পেয়ে যাবেন 8 Megapixel এর একটি সেলফি ক্যামেরা।

মোবাইলটিতে রয়েছে Lithium-polymer 5000 mAh এর অসাধারন একটি ব্যাটারি। 8 GB রেম এর সাথে দেওয়া হয়েছে ১২৮ জিবির একটি রম । Android 12 অপারেটিং সিস্টেম এর সাথে রয়েছে Octa core এর প্রসেসর। মোটামোটি দামের মাঝে মোবাইলটি বেশ ভালই লাগবে।

Oppo A77s দাম – ২০২৩ : ৳24,990
Oppo F21s Pro Mobile :

২০২২ সালের শেষের দিকে বাজারে আসা অপোর আরেকটি জনপ্রিয় মোবাইল Oppo F21s Pro। মোবাইলটিতে ব্যবহার করার হয়েছে ৮ জিবি রেমের সাথে ১২৮ জিবি রম স্টোরেজ। এই মোবাইল এর সাথে পেয়ে যাবেন 6.43 inches এর একটি ফুল এইচডি ডিসপ্লে।

আর ফটোপ্রেমীদের জন্য রয়েছে 64+2+2 Megapixel এর তিনটি ক্যামেরা। পাশাপাশি সাথে পেয়ে যাবেন 32 Megapixel এর একটি সেলফি ক্যামেরা। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে Android 11 অপারেটিং সিস্টেম ও Octa core এর প্রসেসর।

Oppo F21s Pro দাম – ২০২৩ : ৳29,990
Oppo A95 Mobile :

২০২১ সালে বাজারে আসা অপোর আরেকটি জনপ্রিয় মোবাইল মডেল হলো Oppo A95। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে ৮ জিবির সাথে দেওয়া হয়েছে ১২৮ জিবি স্টোরেজ। পাশাপাশি মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে 48+2+2 Megapixel এর তিনটি ক্যামেরা।

আর সামনে ব্যবহার করা হয়েছে 16 Megapixel এর একটি সেলফি ক্যামেরা। সাথে পেয়ে যাবেন Lithium-polymer 5000 mAh এর একটি নন রিমুভাল ব্যাটারি। পাশাপাশি ব্যবহার করা হয়েছে Android 11 এর সাথে Octa core প্রসেসর। সব মিলিয়ে বাজেটের মাঝে অস্থির একটি মোবাইল।

Oppo A95 দাম – ২০২৩ : ৳27,990
Oppo F19 Pro Mobile :

২০২২ সালে বাজারে আসা অপো মোবাইল এর অস্থির একটি মোবাইল হলো Oppo F19 Pro। মোবাইলটি অল্প সময়ে বাংলাদেশের মাঝে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। 6.43 inches মাপের ফুল এইচডি একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি পেয়ে যাবেন 64+2+2 Megapixel এর তিনটি ক্যামেরা।
মোবাইলটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 32 Megapixel এর একটি ক্যামেরা। মোবাইলটিতে রয়েছে ৮ জিবি রেম ও ১২৮ জিবি স্টোরেজ। পাশাপাশি Android 11 এর সাথে পেয়ে যাবেন Octa core এর একটি প্রসেসর। সব মিলিয়ে অপোর আরেকটি অস্থির মোবাইল এটি।

Oppo Reno8 T দাম – ২০২৩ : ৳29,990
বাংলাদেশের মাঝে অপো মোবাইল এর জনপ্রিয়তা লাভ করেছে কেন?

বাংলাদেশের মাঝে মোটামোটি দামের কোয়ালিটির উপরে ভিত্তি করে অপো এর বেশ ভাল চাহিদা আছে যে কারনে আপনি চাইলেই একটি অপো মোবাইল এর ব্যবহার করতে পারেন। যে ‍ কারনে আপনি চাইলেই অপো ব্যবহার করতে পারেন।

বাংলাদেশের মাঝে বেশ চাহিদা থাকা মোবাইল গুলোর মাঝে অপো অন্যতম একটি জনপ্রিয় মোবাইল ব্যান্ড হয়ে আছে। যে কারনে আপনি চাইলেই অপোর একটি মোবাইল ক্রয় করতে পারেন। আশা করা যায় আপনি অনেকদিন ধরে সেটার ব্যবহার করতে পারবেন।

যে কারনে আপনি চাইলেই একটি সেরা মোবাইল ক্রয় করতে পারেন । বাংলাদেশের মাঝে বেশ জনপ্রিয়তা থাকা যে সকল মোবাইল গুলো আছে সেই গুলোর মাঝে বেশ সেরা মোবাইল হলো অপো। যে কারনে আপনি চাইলেই অপোর একটি মোবাইল ক্রয় করতে পারেন।

বাংলাদেশের প্রায় সকল শোরুমে আপনি অপোর মোবাইল পেয়ে যাবেন। যে কারনে আপনি চাইলেই অপোর মোবাইল ক্রয় করতে পারেন। বাংলাদেশের মাঝে সকল মোবাইল গুলোর বেশ চাহিদা রয়েছে। যে কারনে আপনি চাইলেই অপোর একটি মোবাইল ব্যবহার করতে পারেন।

বাংলাদেশের সহ বিশ্বের আরো অনেক গুলোর দেশের মাঝে অপোর অনেক মোবাইল ব্যবহার হচ্ছে। যে কারনে আপনি বাংলাদেশের সেরা সুবিধা গুলো উপভোগ করতে পারেন। বাংলাদেশের বেশ চাহিদা থাকা মোবাইল গুলোর তালিকা বেশ এগিয়ে থাকবে।

যে কারনে আপনি যদি কোন মোবাইল ক্রয় করতে চান তাহলে দেখে শুনে একটি ভাল মোবাইল ক্রয় করতে পারেন। যে কারনে আপনার সেরা মোবাইল গুলোর মাঝে বেশ এগিয়ে থাকবে অপো মোবাইল । বাংলাদেশের যে সকল সেরা মোবাইল থাকবে তার তালিকাতে এগিয়ে আছে অপো মোবাইল।

শেষ কথাঃ

বন্ধুরা কিছু কিছু পন্য আছে সেগুলো শখ করে, ক্রয় করা হয়, সেটি বহুদিন ব্যবহার করা হবে। মোবাইল সেরকম একটি জনপ্রিয় পন্য। যতদিন যাচ্ছে মোবাইলের চাহিদা তত বেড়েই চলছে। সেজন্য একটি পন্য যখন কিনতে হবে তখন সেটা জেনেই ক্রয় করা উচিৎ যে কতদিন যাবত সেটা ব্যবহার করা যাবে।

আপনি যদি একটি মোবাইল ক্রয় করার চিন্তা করে থাকেন তাহলে আজকের এই সেরা মোবাইল মডেল গুলোর মাঝে একটি মোবাইল দেখতে পারেন। আশা করি আজকের সকল মোবাইল গুলো আপনার বেশ ভাল লাগবে। যে কারনে আপনি মন মত একটি মোবাইল ব্যবহার করতে পারেন।

বাংলাদেশের মাঝে বিক্রিত হওয়া সেরকম একটি মোবাইল কোম্পানি হলো অপো। চমৎকার ক্যামেরা ও মোবাইল ডিজাইন এর জন্য অপো সারাদেশের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে। যে কারনে অনেকেই অপো মোবাইল ক্রয় করতে বেশ আগ্রহী। কিন্তু সঠিক মডেল না জানার কারনে তারা সেটি ক্রয় করতে পারে না।

আজকের এই পোস্ট এর মাঝে আমরা বাংলাদেশের সেরা পাঁচটি অপো মোবাইল এর মডেল ও দাম ২০২৩ সম্পর্কে জানলাম। আপনি যদি একটি অপো মোবাইল ক্রয়ে মনস্থির করে থাকেন, তাহলে এই মোবাইল গুলো ক্রয় করতে পারেন। আশা করি ব্যবহারে বেশ খুশি হবেন।

Similar Posts

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *